Trick

                                রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহ মসন রাখার সহজ কৌশল
(১)    বউঠাকুরানির হাট থেকে শেষের কবিতা বইটি কিনে, মাত্র চার অধ্যায় শেষ করেছি। এমন সময় গোরা খবর দিল, ঘরেবাইরে রাজর্ষি দাড়িয়ে আছে। চতুর লোকজন আমার চোখের বালি, সেজন্য
তার সাথে বিশেষ যোগাযোগ নেই। মালঞ্চে আশা মাত্র সে নৌকাডুবিতে তার দুই বোনের মৃত্যু সংবাদ দিলো।

                            শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাস সমূহ মনে রাখার সহজ কৌশল
(২)  চন্দ্রনাথবিপ্রদাশ দুজনেই শ্রীকান্তেবড়দিদি  দত্তাকে নিজের নতুন বৌ বানাতে চেয়েছিল। তাদের কোন দাবি ছিল না, এমনকি নিজের গৃহ পর্যন্ত দত্তটাকে উইল করে দিতে চেয়েছিল।  কিন্ত      শেষমুহূর্তে পল্লীসমাজে খবর নিয়ে জানা গেল, চন্দ্রনাথ চরিত্রহীন আর বিপ্রদাশের প্রচুর দেনা। তাই শেষমেষ শুভ কাজটি পরিণতি পায়নি।

                                              D8 ভু্ক্ত দেশ, মনে  রাখার সহজ কৌশল
(৩)  তুমি পাবনার মাইয়া
তু = তুরস্ক,    মি = মিশর,   পা = পাকিস্তান,  ব = বাংলাদেশ, না = নাইজেরিয়া, র = 0, মা = মালয়েশিয়া
ই = ইন্দেনেশিয়া, ইরান,  য়া = 0।

                                    অঘোষ অল্পপ্রান ধ্বনি মনে রাখার সহজ কৌশল
(৪)  পা চাটা কুত্তা 
 পা = প, চা =চ, টা = ট, কু = ক,  ত্তা = ত
অঘোষ অল্পপ্রান ধ্বনি: প, চ,ট, ক, ত।

                                                   শওকত ওসমানের উপন্যাস
(৫)  “ জাহান্নাম থেকে বিদায় করা ক্রিতদাসের সমাগম হয়েছিল, চৌরাস্তার মোড়ে। নেকড়ের দল তাদের সাথে পতঙ্গের মত আচরন করেছিল। মায়ের নির্দেশে রাজা, দুই সৈনিককে সেখানে পাঠিয়েছিল, তাদের আর্তনাদ দেখতে ”
ক্রিতদাসের = ক্রিতদাসের হাসি, নেকড়ের দল = নেকড়ে অরন্য, মায়ের = জননী,
চৌরাস্তা= চৌরসন্ধি, পতঙ্গের= পতঙ্গ পিঞ্জর, রাজা= রাজা উপাখ্যান, রাজপুরুষ।


No comments:

Post a Comment